Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পুলিশ নিয়োগ ২০২৩ সার্কুলার
বিস্তারিত

চাকরির পদ সমূহ বিস্তারিত

পদের নাম: পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)।

মোট শূন্য পদ: অনিদিষ্ট।

শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে।

শারীরিক যোগ্যতা

বিবরণ পুরুষ মহিলা
উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার
বুকের মাপ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২৮ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার  
ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বয়স ও উচ্চতা অনুযায়ী
দৃষ্টি শক্তি ৬/৬ ৬/৬

চাকরিতে আবেদন করতে বয়স

প্রার্থীর বয়স ২৭ মে ২০২৩ খ্রিস্টাব্দে ১৯ হতে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

পুলিশ চাকরির আবেদন করার নিয়ম

বাংলাদেশ পুলিশের চাকরির আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে যদি আপনি চাকরিতে আবেদন করতে চান। চাকরির আবেদন ফরম টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পূরণ করতে হবে। এবং টেলিটক সিমের মাধ্যমে চাকরির আবেদন ফি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। নিচে আমরা চাকরির আবেদন প্রক্রিয়ার পরিপূর্ণ নিয়ম উল্লেখ করে দিয়েছি।

অনলাইনে চাকরির আবেদন ফরম পূরণ করার নিয়ম

  1. সর্বপ্রথম আপনাকে http://police.teletalk.com.bd যেতে হবে চাকরির আবেদন পূরণ করার জন্য
  2. তারপর আপনাকে “Apply Now” বাটনে ক্লিক করতে হবে।
  3. আপনাকে আপনার পুলিশ চাকরির পদ নির্বাচন করতে হবে চাকরির আবেদন ফরম পূরণ করার জন্য।
  4. এখন আপনাকে “Yes” অথবা “No” সিলেক্ট করতে হবে। আপনি যদি অল জবস টেলিটক এর প্রিমিয়াম মেম্বার হন তাহলে “Yes” সিলেক্ট করবেন, আর যদি না হন তাহলে “No” ক্লিক করবেন।
  5. এখন আপনি পুলিশ চাকরির আবেদন ফরম সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
  6. এখন “Next” বাটনে ক্লিক করুন, পরবর্তী ধাপে যাওয়ার জন্য।
  7. এখন আপনার পরিষ্কার ছবি ও সিগনেচার পিকচার আপলোড করুন। পুলিশ অফিসিয়াল নোটিশ এর সাইজ অনুযায়ী। (ছবিরসাইজ সর্বোচ্চ ১০০ kb, সিগনেচারের সাইজ সর্বোচ্চ ৬০ kb)
  8. সর্বশেষ, “Submit” বাটনে ক্লিক করুন চাকরির আবেদন জমা দেওয়ার জন্য।
  9. চাকরির আবেদন ফরমটি প্রিন্ট করে নিন।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
04/05/2023
আর্কাইভ তারিখ
31/08/2023